গঙ্গাজলঘাটি, বাঁকুড়া: কেন্দ্রীয় সরকারের একাধিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পথে নামল আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন। রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে মতো রাজ্যের জেলায় জেলায় কেন্দ্রীয় সরকারের একাধিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। সেইমতো কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতি, ঔষধের দাম বৃদ্ধি,ওয়াকফ বিল সংশোধনের বিরুদ্ধে এবং ভুয়ো ভোটার কার্ড বাতিলের দাবিতে পথে নামল বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি।
শনিবার বিকেলে শ্রমিক সংগঠনের তরফে দুর্লভপুর শ্রমিক ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু করে তারা। মিছিলটি সারা দুর্লভপুর বাজার পরিক্রমা করে এসে শেষ হয় দুর্লভপুর শ্রমিক ভবন প্রাঙ্গনে। মিছিলে নেতৃত্ব দেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি রথীন ব্যানার্জি। এছাড়াও মিছিলে পা মেলান প্রায় তিন হাজারের মতো শ্রমিক সংগঠনের সদস্য বৃন্দ। মিছিলে কেন্দ্রীয় সরকারের একাধিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবল শ্লোগান ওঠে।
বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি রথীন ব্যানার্জি বলেন, কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেল ঔষধসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিনের পর দিন বাড়িয়েই চলেছে। রাষ্ট্রীয় সংস্থা গুলোকেউ বিক্রি করে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার খেটে খাওয়া মানুষদের ভাতে মারার চেষ্টা করছে। ১০০ দিনের কাজ বন্ধ আবাস বন্ধ করে রেখেছে এবং রাজ্য সরকারকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করছে।



0 মন্তব্যসমূহ